‘মৃত্যু এত সহজ কেন’-প্ল্যাকার্ড হাতে অভিভাবকেরা

অনালাইন ডেস্ক
০৩ আগস্ট ২০২৪, ১৫:২১
শেয়ার :
‘মৃত্যু এত সহজ কেন’-প্ল্যাকার্ড হাতে অভিভাবকেরা

সন্তানের পাশে অভিভাবক ব্যানারে আজ শনিবার রাজধানীর শাহবাগে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেন অভিভাবকেরা।

এ সমাবেশে শিক্ষার্থীদের সব ধরনের কর্মসূচিতে সমর্থন দিয়ে পাশে থাকার ঘোষণা দেওয়া হয়। অভিভাবকেরা ‘মৃত্যু এত সহজ কেন’ প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন।

অনুষ্ঠান চলাকালে অভিভাবকরা প্রশ্ন তোলেন, 'কেন ছাত্রদের একটি অংশকে দুর্বৃত্ত বানিয়ে তোলা হবে? কেন সরকার স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানে হস্তক্ষেপ করবে?'

তারা বলেন, 'দুধের সন্তানকে তিলে তিলে বড় করা হলো। সেই সন্তানকে টেনে-হিঁচড়ে মারার অধিকার রাষ্ট্রকে কে দিয়েছে? আমাদের ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়, সেই গুলিতে কেন আমাদের সন্তানকে গুলি করা হচ্ছে?'

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে অভিভাবকরা বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও একজন মা এবং বঙ্গবন্ধুকন্যা। কিন্তু আপনার হাতে আমাদের সন্তানরা নিরাপদ নয়। আপনার হাতে রক্তের দাগ, আপনি সরে যান।'

মানববন্ধন চলাকালীন বেশ কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের গুরুতর আহত  হওয়ার অবস্থা তুলে ধরেন। কেউ কেউ তাদের সন্তান হারানোর অভিজ্ঞতা শেয়ার করেছেন।

অভিভাবক আশফিয়া আজিম বলেন, ‘শিশুদের ওপর নির্যাতন হয়েছে। এই সন্তানেরা যা চাচ্ছে, তা ন্যায্য। ওরা একা নয়, ওদের সঙ্গে অভিভাবক, বন্ধুরা, শিক্ষক সারা দেশের জনতা আছে।‘

ছবি: সংগৃহীত

এদিকে সমাবেশের আহ্বায়ক রাখাল রাহা বলেন, ‘এই রাষ্ট্র যারা পরিচালনা করছেন, তারা সন্তানদের নিরাপত্তা দিতে সক্ষম নন। সন্তানদের নিরাপত্তার জন্য অভিভাবকেরা রাস্তায় নেমেছেন। ওরা যত দূর যেতে চায়, তত দূর অভিভাবকেরাও যাবেন।‘

গতকাল শুক্রবার রাতে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ সারা দেশে বিক্ষোভ মিছিল করছে তারা। আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে।