শ্রীপুরে পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা ও আশপাশের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় আন্দোলনকারীরা জেলা পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের তিনটি বক্স ভাঙচুর করেন। তারা জেলা পুলিশ বক্সে ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন।
এর আগে বেলা ১১টা থেকে মহাসড়কের পল্লীবিদ্যুৎ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। অন্যদিকে মাওনা ফ্লাইওভারের নিচে অবস্থান নেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীরা। মাওনা-শ্রীপুর সড়কে অবস্থান করে পুলিশ। এক পর্যায়ে আন্দোলনকারীরা মিছিল নিয়ে মাওনা চৌরাস্তার দিকে আসতে থাকে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটে। আন্দোলনকারীরা মাওনা চৌরাস্তা এলাকায় তাণ্ডব চালায়। আন্দোলনকারীরা জেলা পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের তিনটি বক্স ভাঙচুর করেন। তারা জেলা পুলিশ বক্স ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন।
এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা মাওনা চৌরাস্তায় ভাঙচুর শুরু করে। ভাঙচুর করা হয় মাওনা ফ্লাইওভারের নিচের কয়েকটি চায়ের দোকান। ভাঙচুর করা হয় মাওনা চৌরাস্তায় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফেস্টুন ও মহাসড়কে স্থাপন করা সিসি ক্যামেরা।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংশা বলেন, শিক্ষার্থীরা সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছেন। প্রশাসনের পক্ষে নজরদারি করা হচ্ছে।