শান্তিনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
০৩ আগস্ট ২০২৪, ১৪:৩১
শেয়ার :
শান্তিনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ

শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে রাজধানীর শান্তিনগর মোড়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করে তারা।

শনিবার দুপুরে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে— আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে/ জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস/ দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত/ স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে/ জ্বালারে জ্বালো, আগুন জ্বালো/ বুকের ভেতর অনেক ঝড়; বুক পেতেছি গুলি কর, এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড়।

স্কুল ও কলেজের শিক্ষার্থীরা রাজধানীর বেইলি রোড থেকে শান্তিনগর মোড়ে অবস্থান নেওয়ার কারণে এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ারস স্কুল এন্ড কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ ছাড়াও আশপাশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়।

শিক্ষার্থীদের পাশাপাশি বিক্ষোভে অংশ নিয়েছেন অভিভাবকরাও। কোমলমতি শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর প্রতিবাদ জানান অভিভাবকরা। শিক্ষার্থীরা বলেছে, ৯ দফা মেনে না নেয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।

প্রসঙ্গত, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।