ফরিদপুরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-শ্রমিক লীগের সংঘর্ষ

ফরিদপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ১৪:০৯
শেয়ার :
ফরিদপুরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-শ্রমিক লীগের সংঘর্ষ

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মেডিকেল কলেজের সামনে থেকে কয়েক হাজার শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আসলে সেখানে থাকা শ্রমিক লীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়ে। এ সময় শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

এ সময় উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ কয়েক দফা রাবার বুলেট, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় বেশ কয়েক শিক্ষার্থী আহত হয়। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করায় বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।