ফেসবুক আইডি ফিরে পেয়েই সারজিস আলমের কড়া স্ট্যাটাস

অনলাইন ডেস্ক
০৩ আগস্ট ২০২৪, ১৩:৪৫
শেয়ার :
ফেসবুক আইডি ফিরে পেয়েই সারজিস আলমের কড়া স্ট্যাটাস

সারজিস আলম। ছবি: সংগৃহীত

উধাও হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সারজিস লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ৷ অনেক চেষ্টার পর আইডি ফিরে পেয়েছি। এই দুই দিনে আমি অন্য কোনো ফেসবুক আইডি বা পেজ খুলিনি৷ যা খোলা হয়েছে সবই Fake৷ সেগুলো ফলো না করে রিপোর্ট করার জন্য অনুরোধ করছি।’

 তিনি আরও লিখেছেন, ‘শাহবাগের দুইটা স্লোগান মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে৷ আপস না সংগ্রাম? সংগ্রাম, সংগ্রাম৷ দালালি না রাজপথ? রাজপথ, রাজপথ।’

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় থেকে মুক্ত হওয়ার পর ফেসবুকে এক পোস্ট দেওয়ার পরপরই উধাও হয়ে যায় সারজিস আলমের অ্যাককাউন্ট।