আন্দোলনে সংহতি জানিয়ে ছবি এঁকেছে তাহসান-মিথিলার মেয়ে
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সংহতি জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দেশব্যাপী হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনায় কথা বলছে সাধারণ জনগণও। শোবিজের তারকা শিল্পীরাও নেমেছেন রাজপথে, জানিয়েছেন প্রতিবাদ।
এবার প্রতিবাদ জানিয়ে ছবির এঁকেছে তাহসান-মিথিলার মেয়ে আইরা তেহরীম খান। আর সেই প্রতিবাদী ছবির সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সৃজিত মুখার্জি।
শেয়ার করা ছবিতে দেখা যায়, রাস্তায় কিছু মৃতদেহ পড়ে রয়েছে। একপাশে কিছু মানুষের জমায়েত। তাদের কারও হাতের পোস্টারে ইংরেজিতে লেখা- ‘আমরা বিচার চাই।’ আবার কোনো ব্যানারে লেখা- ‘আমরা স্বাধীনতা চাই।’ ছবিটির একেবারে ওপরের দিকে বাংলাদেশের দেশাত্মবোধক গানের লাইন- ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আইরার আঁকা ছবি শেয়ার করে সৃজিত লিখেছেন, ‘এটাই সম্ভবত আমার খুদে রাজকন্যার আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি। ঠিক ওর জন্য যতটা গর্ব হয়, ততটাই গর্ববোধ করি ওর মা-বাবা মিথিলা এবং তাহসানের জন্য। গোটা পরিবার ওকে খুব সুন্দর করে বড় করে তুলেছে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট