হেলমেট পরে মিছিলে গুলি করছেন কারা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকার উত্তরায় গণমিছিল বের করেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিকালে এ গণমিছিলের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হেলমেট পরা কয়েকজনকে অস্ত্র হাতে মিছিলের দিকে গুলি ছুড়তে দেখা যায়। যার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ছবিতে দেখা গেছে, লাল হেলমেট ও কালো গেঞ্জি পরা এক যুবক গুলি ছুড়ছেন। আরেক ছবিতে সাদা-কালো হেলমেট ও সাদা গেঞ্জি পরা এক যুবককে শটগান হাতে দেখা যায়। অস্ত্র হাতে গুলি ছোড়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ কর্মকর্তারাও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।