ইরাকি মালিকের ‘অশ্লীল ভিডিও’ ধারণ, দেশে ফিরে চাঁদা দাবি করেন আনিছুর
ইরাকে চাকরি করতে গিয়ে মালিকের অশ্লীল ভিডিও ধারন করেন আনিছুর রহমান। দেশে এসে হোয়াটস অ্যাপে ওই ভিডিও মালিকের হোয়াটস অ্যাপে পাঠিয়ে দুইলাখ ডলার চাঁদা দাবি করেন আনিছুর। ডলার না দিলে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি।
ঘটনাটি ঘটে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর গ্রামে। আনিছুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের প্রহলাদপুর গ্রামের মো. শহিদুল্লার ছেলে।
এদিকে এ ঘটনার পর ওই ইরাকী মালিকের ছেলে দাবান কাওয়ার গারিফ বাংলাদেশে এসে আনিছের বিরুদ্ধে শ্রীপুর মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন।
মামলা সূত্রে জানা যায়, ইরাকে দাবান কাওয়ার গারিফের বাসায় গৃহকর্মীর কাজ করতেন আনিছুর রহমান। তিনি গোপনে মালিক কাওয়ার গারিফের অশ্লিল ভিডিও মোবাইলে ধারণ করে রাখেন। গত ১৭ মে আনিছ দেশে ফেরেন। পরে মোবাইলে ধারণ করা অশ্লিল ভিডিও হোয়াটস অ্যাপ নম্বরে গারিফের মোবাইলে পাঠায় আনিছ। ভিডিও দেখিয়ে গারিফের নিকট দুই লাখ ডলার চাঁদা দাবি করেন। দাবিকৃত ডলার না পেলে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন আনিছ।
বিষয়টি জেনে প্রতিকার পেতে বাংলাদেশে এসে শ্রীপুর থানায় আনিছের বিরুদ্ধে অশ্লিল ভিডিও ধারণ ও দুইলাখ ডলার চাঁদা দাবির অভিযোগ করেন ইরাকী মালিকের ছেলে দাবান কাওয়ার গারিফ।
এসআই মো. হেলাল জানান, এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় আনিছের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। আজ শুক্রবার দুপুরে পুলিশ গ্রেপ্তার আনিছুরকে আদালতে সোপর্দ করা হয়েছে।