অরিজিৎ সিং অসুস্থ, পুরো মাসের শো বাতিল

অনলাইন ডেস্ক
০২ আগস্ট ২০২৪, ১৬:২৩
শেয়ার :
অরিজিৎ সিং অসুস্থ, পুরো মাসের শো বাতিল

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং অসুস্থ। এ জন্য পুরো আগস্ট মাসের শো বাতিল করেছেন তিনি। তবে ঠিক কি রোগে আক্রান্ত হয়েছেন, তা জানাননি গায়ক।   

আজ শুক্রবার ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে অরিজিৎ সিং লেখেন, ‘সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, শারীরিক অসুস্থতার কারণে আগস্টের সব শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি, আপনারা সবাই এই শোগুলোর জন্য অপেক্ষায় ছিলেন। তবে, আমি ক্ষমা চাইছি এর জন্য। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়া থেকে নতুন এক প্রতিজ্ঞা নিচ্ছি, এরপর আমাদের সাক্ষাৎ স্মরণীয় হবে।’

তিনি লেখেন, ‘পরিস্থিতি বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দারুণ সব স্মরণীয় মুহূর্ত তৈরি করার জন্য আমি উদ্‌গ্রিব।’

অরিজিতের শোগুলো লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার প্রভৃতি শহরে হওয়ার কথা ছিল। আগস্টের পরিবর্তে এ শোগুলো সেপ্টেম্বরের ১৫ থেকে ২২ তারিখের মধ্যে হবে।