চীনে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় ৪৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৪, ১৩:২২
শেয়ার :
চীনে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় ৪৫ জনের মৃত্যু

চীনের উত্তরাঞ্চলীয় হুনান প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকে। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদেনে বলা হয়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় হুনানের জিজিয়াং জেলায় রেকর্ড ৬৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখনো সেখানে বৃষ্টি হচ্ছে। ফলে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার থেকে জেলার বিভিন্ন উপদ্রুত এলাকায় শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। এখন পর্যন্ত ১১ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

হুনান প্রদেশটি পাহাড়ি অঞ্চল ও সমভূমিবেষ্টিত। চলতি বছর এখানে আবহাওয়াগত বিপর্যয় ঘটেছে। গত জুলাই মাসজুড়ে যে তাপপ্রবাহ বয়ে গেছে হুনানের ওপর দিয়ে, তা ভেঙে ফেলেছে গত ৬ দশকের রেকর্ড। আর এবার শুরু হলো প্রবল বৃষ্টি।