লাহোরে রেকর্ড বৃষ্টিপাত, বিপর্যস্ত জনজীবন

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৪, ১২:৩১
শেয়ার :
লাহোরে রেকর্ড বৃষ্টিপাত, বিপর্যস্ত জনজীবন

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে বন্যা। গতকাল বৃহস্পতিবার ১৯৮০ সালের রেকর্ড ভেঙেছে লাহোরে। ভয়াবহ বৃষ্টিতে রাস্তায় জমেছে পানি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, এদিন এক ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩৫৩ মিলিমিটার। এর আগে ১৯৮০ সালের জুলাই মাসে তিন ঘণ্টায় সেখানে বৃষ্টি হয়েছিল ৩৩২ মিলিমিটার। সেটিই ছিল সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে গেছে ।

ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে নিস্কাশন ব্য়বস্থা। শহরের প্রায় সব রাস্তায় পানি জমেছে। পানি ঢুকে গেছে ঘরের ভেতরেও। এমন পরিস্থিতি শুক্রবার ছুটি দেওয়া হয়েছে সব স্কুল। বন্ধ ঘোষণা করা হয়েছে অফিসও। 

লাহোরের সবচেয়ে বড় জিন্নাহ সরকারি হাসপাতালেও জল ঢুকে গেছে। ব্য়াহত হয়েছে চিকিৎসা।

২০২২ সাল থেকে এমন বৃষ্টিপাত দেখছে পাকিস্তান। বিশেষজ্ঞদের মতে. জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবেই এমনটা ঘটছে সেখানে।