আসিফ মাহতাব ও মুগ্ধের বাসায় ইসলামী আন্দোলনের নেতারা

অনলাইন ডেস্ক
০১ আগস্ট ২০২৪, ২২:০১
শেয়ার :
আসিফ মাহতাব ও মুগ্ধের বাসায় ইসলামী আন্দোলনের নেতারা

সেতু ভবনে হামলার ঘটনায় বনানী থানার মামলায় ট্রান্সজেন্ডার ইস্যুতে আলোচিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসের বাসায় গিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

আজ বৃহস্পতিবার আসিফ মাহতাবের উত্তরার বাসায় গিয়ে তার বাবার সঙ্গে দেখা করেন তিনি। এ সময় দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সাবেক শিক্ষক ছাড়াও কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাসায় গিয়েছিলেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এ সময় তিনি মুগ্ধের শোকাহত বাবা ও ভাইদেরকে শান্তনা দেন।