যেভাবে সচিবালয়ে আগুন লাগে

অনলাইন ডেস্ক
০১ আগস্ট ২০২৪, ১৯:০৩
শেয়ার :
যেভাবে সচিবালয়ে আগুন লাগে

বাংলাদেশ সচিবালয়ের ক্লিনিক ভবনে (৯ নম্বর) আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে আগুন লাগে।

ক্লিনিক ভবনে কর্মরত একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আমরা ধারণা করছি এই ভবনের তিনতলার কোন একটি কক্ষের এসি বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে এবং ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, সচিবালয়ের আগুনটি লাগে একটি ইলেকট্রিক বোর্ডে। ছোট আগুন ছিল। আমাদের পানি ব্যবহার করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে বিকেল চারটা ৩৫ মিনিটে আমরা আগুন নিভিয়ে ফেলি।