আমরা 'সুবিধাবাদী', তাই নতুন প্রজন্মকে দায়িত্ব দিয়েছি: অমিতাভ রেজা
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটে আনন্দ হলের সামনে সমবেত হয়েছেন সংস্কৃতিকর্মীরা।
কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার এবং গণমাধ্যমকর্মীরা। এ সময় চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘নতুন প্রজন্ম যে সরকার ব্যবস্থা চায়, সেটি তৈরি করতে হবে।‘
‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’ ব্যানারে হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানির প্রতিবাদে এক অনুষ্ঠানে তিনি এ কথা কথা বলেন।
নির্মাতা অমিতাভ রেজা বলেন, ‘আমরা এখানে আবু সাইদের জন্য আসছি। কিন্তু যেটা বোঝা যাচ্ছে, বড্ড দেরি হয়ে গেছে। এজন্য আমরা খুবই লজ্জিত। কারণ এ ভয়ের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, যেটা রাস্ট্রীয় সন্ত্রাস, যেভাবে গুলি করে মানুষ মারা হচ্ছে, এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত ছিল অনেক আগেই।‘
তিনি আরও বলেন, 'যে প্রজন্মকে আমি ভেবেছি, আপনারা ভাবছেন অন্তসার শূন্য প্রজন্ম, সেই প্রজন্মই আজ আমাদের ভবিষ্যত তৈরি করছে। রাজাকার নাকি মুক্তিযোদ্ধা? কোনো নেরেটিভ টিকছে না। একটাই নেরেটিভ, আর তা হলো এই নতুন প্রজন্মের নেরেটিভ।‘
নিজেদের সামর্থ্যহীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের পক্ষে এখন কোনো কিছু করা সম্ভব না, আমরা এখন দায়িত্ব দিয়েছি নতুন প্রজন্মের কাছে। আমরা সুবিধাবাদী, লুম্পেন, আমাদের দিয়ে আর হবে না। হবে এই নতুন প্রজন্ম দিয়ে এবং তারাই পথ পরিবর্তন আনবে। তাই নতুন প্রজন্মের ৯ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাই।‘
বক্তব্যের শেষে তিনি বলেন, ‘বিচার বিভাগের তদন্তের মাধ্যমে প্রতিটি হত্যার বিচার করা হোক, এই দাবি জানাই। এই নতুন প্রজন্মকে স্বাগতম এবং এই ছাত্রদের সমস্ত দাবি তুলে নেওয়া হোক।‘