হানিয়া হত্যাকাণ্ড নিয়ে যা বললেন মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৪, ১৭:৫৬
শেয়ার :
হানিয়া হত্যাকাণ্ড নিয়ে যা বললেন মাহাথির

মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, তারা হানিয়াকে হত্যা করতে পারে কিন্ত তার আদর্শকে নয়। ইরানি সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

বুধবার সকালে ইরানের সংবাদমাধ্যমগুলোর খবরে ইসমাইল হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জানায়, হানিয়া যে ভবনটিতে অবস্থান করছিলেন সেখানে হামলার ফলে একজন দেহরক্ষীসহ তিনি নিহত হন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা রাষ্ট্র হানিয়ার হামলার দায়স্বীকার করেনি। তবে গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধসহ দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বৈরি সম্পর্ক থাকার কারণে ধারণা করা হচ্ছে ইসরায়েলই এই হামলায় জড়িত রয়েছে।

মাহাথির বলেন, হানিয়া ছিলেন মৃদুভাষী মানুষ, কিন্তু সিংহের হৃদয়ের অধিকারী। তিনি বলেন, ‘তার জনগণের পক্ষে দাঁড়ানোর সাহস স্পষ্টতই একটি স্বচ্ছ বিবেক থেকে উদ্ভূত এবং মানবতা ও ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে পরিচালিত। তারা হানিয়াকে হত্যা করতে পারে তবে তার আদর্শ হত্যা করতে পারবে না।’