তিন নারীর ভয়ে তটস্থ পুলিশ: আইনজীবী মতিন

অনলাইন ডেস্ক
০১ আগস্ট ২০২৪, ১৭:৪৬
শেয়ার :
তিন নারীর ভয়ে তটস্থ পুলিশ: আইনজীবী মতিন

তিন নারীর ভয়ে দেশের পুলিশ সদস্যরা তটস্থ হয়ে পরেছেন বলে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে রাজপথে সোচ্চার সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোটের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইনজীবী মতিন বলেন, ‘আজকে আমার স্ত্রী আমার পাশে রয়েছেন, তিনি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবার চেষ্টা করছিলেন। আমার শাশুড়ি, উনার বয়স ৬৯ বছর, তারা ঢুকতে পারছিলেন না। (স্ত্রী, মেয়ে ও শাশুড়ি) এই তিনজন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি বড় সমস্যা হয়ে যাবে। এই বাধা কেনো। আমার স্ত্রী, আমার সন্তান তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না। এটাই আমার প্রশ্ন।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অনশনে ছিলেন—এমন প্রশ্নের জবাবে মানজুর আল মতিন বলেন, ‘অনশনের খবরটি আমি দুটি সূত্র থেকে পেয়েছি। তারা ৩২ ঘণ্টা ধরে অনশন করেছিলেন বলে জানতে পেরেছি। তারা বেরিয়ে আসলে আরও পরিষ্কারভাবে সব জানা যাবে। আমার আসলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার কথা মনে পড়েছে। পত্রিকায় তার লেখার জন্য তাকে আটক করা হয়েছিল। আপনারা জানেন “আনন্দময়ীর আগমনে” কবিতার জন্য তাকে আটক করা হয়েছিল। তারপর তিনি ৩৯ দিন অনশন করেছিলেন। তিনি হার মানেননি, আমাদের সন্তানরাও হার মানবে না’

আইনজীবী আরও বলেন, ‘এই ছয় জন কিন্তু শেষ নয়, এর বাইরেও আরও অনেককেই আটক করা হয়েছে। অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে, কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়াই। সেই অভিযোগ আমরা পেয়েছি। বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হয়েছে। তার কোনো অধিকার আইনশৃঙ্খলা বাহিনীর নেই। এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে।’ 

মানজুর আল মতিন বলেন, ‘আমার খুব পরিষ্কার কথা, এই ধরনের হয়রানির কোনো অধিকার আমাদের সংবিধান দেয়নি। মোবাইল চেক করা যাবে না, বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না, নারী-পুরুষের উপস্থিতি ছাড়া নারীদের তুলে নিয়ে যাওয়া যাবে না। এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে।’