সৈকতে ভেসে এল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
০১ আগস্ট ২০২৪, ১৬:২৫
শেয়ার :
সৈকতে ভেসে এল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে সৈকতের ঝাউবন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে মরদেহটি ফাঁড়িতে নিয়ে আসা হয়।

পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে গতকাল রাতে জোয়ারের পানির স্রোতে সৈকতে এসে আটকে যায় মরদেহটি। পরে সকালে স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক সৈকত এলাকা দিয়ে যাওয়ার সময় দেখতে পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে পুলিশে খবর দেন। মরদেহটির শরীরের চামড়া পুরোপুরি ওঠানো তাই পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছে। তবে তার শরীরে সাদা রঙের গেঞ্জি রয়েছে এবং কোমরে একটি সুতার সঙ্গে ছোট্ট দুটি লোহার কাঠি রয়েছে। এগুলো দেখে তার পরিবারের পরিচয় শনাক্ত করতে পারার সম্ভাবনা রয়েছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আজ সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। মরদেহের শরীরে পচন ধরেছে। গত কয়েকদিন সমুদ্র উত্তাল থাকায় অনেক জেলে নিখোঁজের জিডি রয়েছে। তাই প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে কোনো এক জেলের মরদেহ হতে পারে। এই ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’