ইসমাইল হানিয়ার জানাজা পড়ালেন খামেনি
গুপ্ত হামলায় নিহত হামাসের প্রধান ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজার নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বুধবার সকালে ইরানের সংবাদমাধ্যমগুলোর খবরে ইসমাইল হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জানায়, হানিয়া যে ভবনটিতে অবস্থান করছিলেন সেখানে হামলার ফলে একজন দেহরক্ষীসহ তিনি নিহত হন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা রাষ্ট্র হানিয়ার হামলার দায়স্বীকার করেনি। তবে গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধসহ দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বৈরি সম্পর্ক থাকার কারণে ধারণা করা হচ্ছে ইসরায়েলই এই হামলায় জড়িত রয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিহত হামাস কর্মকর্তার শোক মিছিলে বিপুল সংখ্যক ইরানি জনগণ অংশ নেন। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মঙ্গলবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়াহ ইরানের রাজধানীতে ছিলেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস