‘পুষ্পা টু’এর দৃশ্য ফাঁস! রেগে গেলেন আল্লু অর্জুন
‘পুষ্পা টু’এর শেষ পর্যায়ের ছুটিং বেশ দ্রুত গতিতে চলছে। একটি দৃশ্যও যেন ফাঁস না হয়, এ নিয়ে ছিল কড়া নিরাপত্তা। কিন্তু তাতেও কোনও লাভ হলো না। এরই মধ্যে নেট দুনিয়ায় ফাঁস হয়ে গেল ‘পুষ্পা টু’-এর শ্যুটিংয়ের ভিডিও! সেখানে অ্যাকশন করতে দেখা গেছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের খবরে এমনটিই শিরোনাম সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ায় রীতিমতো রেগে গেছেন নায়ক আল্লু অর্জুন। এমনকি শ্যুটিংয়ের পুরো টিমের ওপরেই নাকি ক্ষোভ প্রকাশ করেছেন এ অভিনেতা।
দক্ষিণী ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় কিস্তিতে চিত্রনাট্য ও ক্লাইম্যাক্সে নাকি দর্শকেরা একেবারে চমকে যাবে। এ প্রসঙ্গে পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে সাফল্য পেয়েছে, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।
আগামী ১৫ আগস্ট ‘পুষ্পা টু’ ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও ছবির বেশ খানিকটা শ্যুটিং এখনও বাকি থাকায় মুক্তির তারিখ পেছানো হয়েছে।
ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ১৫ আগস্টের পরিবর্তে চলতি বছরের বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর নাকি মুক্তি পেতে পারে ‘পুষ্পা টু’।