‘জয় বাংলা’ কনসার্টে গান গাইবে না ব্যান্ডদল ক্রিপটিক ফেইট
দেশের চলমান পরিস্থিতিতে আবারও ধীরে ধীরে সরব হতে দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনের মানুষেদের। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছে তারকারা। এবার দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল ক্রিপটিক ফেইট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছে, জয় বাংলা কনসার্টে গান গাইবেন না তারা।
গত বুধবার রাতে ক্রিপটিক ফেইট তাদের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, ‘অনেকেই প্রশ্ন করছেন “আপনারা জয় বাংলা কনসার্ট করবেন”? যেই ব্যান্ড দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায়, অবিচার নিয়ে গান করে, সে কীভাবে এখন চিন্তা করে যে সামনের জয় বাংলা কনসার্টে বাজাবে? তাই প্রশ্নের উত্তর “না”।’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
ক্রিপটিক ফেইটের এমন সিদ্ধান্তে কমেন্ট বক্সে নেটিজেনরা সাধুবাদ জানান। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় তারা এই ব্যান্ডদলের প্রতি ভালবাসা প্রকাশ করেন।
এমন ঘোষণা দিতে কেন এত বিলম্ব করল ব্যান্ডটি- কেউ কেউ এরূপ সমালোচনা করেন কমেন্ট বক্সে।
এর আগে সংগীত শিল্পী সিনা হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জয় বাংলা’ কনসার্ট বয়কটের ঘোষণা দেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করলাম। এই ঠ্যাং চাটা তোষামোদকারী 'ছেলেভুলানো' কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোন হিসেবেই যেনো কখনই ডাকা না হয়।’
উল্লেখ্য, ১৯৯০-এর দশকের শুরুতে ক্রিপটিক ফেইট ব্যান্ডদল গঠিত হয়। হেভি মেটাল ধারাকে অনুসরণ করে ১৯৯৪ সালে তাদের ১ম স্টুডিও ইংরেজি অ্যালবাম ‘এন্ডস আর ফরএভার’ বের হয়। পরবর্তীতে ২০০১ সালে তাদের ২য় স্টুডিও অ্যালবাম ‘শ্রেষ্ঠ’ বের হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে তাদের এই অ্যালবামের কনসেপ্ট করা হয়েছিল ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট