চবির দুই শিক্ষকের বাসার সামনে বোমা বিস্ফোরণের অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো
৩১ জুলাই ২০২৪, ২১:২৮
শেয়ার :
চবির দুই শিক্ষকের বাসার সামনে বোমা বিস্ফোরণের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষকের বাসার সামনে হাত বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অন্য শিক্ষক হলেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

গতকাল মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী দুই শিক্ষক চবির বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সদস্য। এই দুই শিক্ষক কোটা আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা ও হয়রানির বিপক্ষে সরব রয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, ‘মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে ৬-৭টা মোটরসাইকেল নিয়ে পাহাড়িকা হাউজিং সোসাইটিতে আমার বাসার সামনে কয়েকজন আসেন। এ সময় স্টিলের দরজায় আঘাত করেন ও আমার নাম ধরে চট্টগ্রামের ভাষায় গালাগালি করতে থাকেন। তারা ৩টা হাত বোমাও ফোটান। কিছুক্ষণ পর অন্য বাসা থেকে একজন তাদের পরিচয় জানতে চাইলে চলে যান।’

মোজাম্মেল হক অভিযোগপত্রে লেখেন, রাত ২টায় আমার বাসার সামনে আনুমানিক ১৬-১৭ জন তরুণ ৬-৭টি মটরসাইকেল নিয়ে এসে আমার নাম ধরে উচ্চস্বরে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। তারা আনুমানিক ৭-৮ মিনিট অবস্থান করে। এ সময়ে তারা ৩টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। বাসার সামনে ইলেক্ট্রিক পোলে লাগানো সিসিটিভির ফুটেজ দেখে আক্রমণকারীদের চিহ্নিত করা সম্ভব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অহিদুল আলম বলেন, একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম আমরা। তারা বোমার কোনো আলামত পায়নি। হয়তো পটকা কিংবা বাজি ফুটিয়েছেন। বিষয়টি আমরা দেখছি।