সেতু ভবনে নাশকতার মামলায় ব্যবসায়ী ডেভিডের জামিন
রাজধানীর বনানীর সেতু ভবনে নাশকতার মামলায় গ্রেপ্তারে হয়ে রিমান্ডে যাওয়া পোশাকরপ্তানিকারক প্রতিষ্ঠান ভিয়েলাটেক্স গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল হাসনাত ডেভিডের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
রেজাউল হাসান ডেভিডের আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, ডেভিডকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি একজন সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি)। যে ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল সে সময় তিনি দেশের বাইরে ছিলেন। তাই আদালত তার জামিন মঞ্জুর করেছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গত ২৫ জুলাই এ মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও ব্যবসায়ী রেজাউল হাসান ডেভিডের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার ডেভিডকে কারাগারে পাঠানো হয়। তবে একই মামলায় পার্থকে ফের তিনদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
উল্লেখ্য, গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করেন বাদী।
আরও পড়ুন:
১১ বছরেও বিচারে অগ্রগতি নেই