এবি পার্টির মঞ্জু ৫ দিনের রিমান্ডে
রাজধানীর ধানমন্ডি থানায় করা একটি নাশকতার মামলায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুর পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।
আজ মঞ্জুকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক এস এম রাইসুল ইসলাম।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএসে এক আত্মীয়ের বাসা থেকে মঞ্জুকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে এবি পার্টি। পরে ধানমন্ডি থানায় করা একটি নাশকতার মামলায় মঞ্জুকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
তার আগে গত ২১ জুলাই ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়।