হানিয়া হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র জড়িত থাকতে পারে: বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৪, ১৭:৫৭
শেয়ার :
হানিয়া হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র জড়িত থাকতে পারে: বিশ্লেষক

হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কাতারভিত্তিক সংবাদমাদ্যম আল জাজিরার প্রতিরক্ষাবিষয়ক সম্পাদক অ্যালেক্স গাতুপুলোস বলেন, হানিয়া কোথায় আছে সেই নির্ভুল গোয়েন্দা তথ্যের কারণে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র এর সঙ্গে জড়িত রয়েছে।

আজ বুধবার সকালে ইরানের সংবাদমাধ্যমগুলোর খবরে ইসমাইল হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জানায়, হানিয়া যে ভবনটিতে অবস্থান করছিলেন সেখানে হামলার ফলে একজন দেহরক্ষীসহ তিনি নিহত হন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা রাষ্ট্র হানিয়ার হামলার দায়স্বীকার করেনি। তবে গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধসহ দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বৈরি সম্পর্ক থাকার কারণে ধারণা করা হচ্ছে ইসরায়েলই এই হামলায় জড়িত রয়েছে।

গাতুপুলোস বলেন, গোয়েন্দা তথ্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের যেকোনো শক্তিশালী অস্ত্র তখনই কার্যকরীয় যদি আপনার কাছে লক্ষ্যবস্তুর সঠিক তথ্য থাকে। যুক্তরাষ্ট্রের এমন তথ্য সংগ্রহের সক্ষমতা আছে।

তিনি বলেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও ইরানে থাকা ইহুদিদের কাছ থেকে এমন তথ্য থাকা সহজ না। কিন্তু সঠিক তথ্যের কারণেই আসলে হানিয়াকে হত্যা করা সম্ভব হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হত্যাকাণ্ডে তারা জড়িত নয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, আমরা এই বিষয়ে কিছুই জানতাম না। আমরা জড়িতই নয়। এমন কিছু হতে পারে তা অনুমান করা কঠিন ছিল।’