নরসিংদীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা

নরসিংদী প্রতিনিধি
৩১ জুলাই ২০২৪, ১৭:৪২
শেয়ার :
নরসিংদীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন নরসিংদী জেলার সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণে যাওয়ার পথে উপজেলা মোড় এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়।

আজ বুধবার দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত পৌর শহরের উপজেলা মোড় এলাকায় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে।

৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মন্দী এলাকা থেকে টাওয়াদি মোড় হয়ে আদালত প্রাঙ্গণের দিকে যেতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীরা উপজেলা মোড় এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে, পুলিশের বাধার মুখে আদালত প্রাঙ্গণে পৌঁছাতে না পেরে উপজেলা মোড়েই দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত বিক্ষোভ করে ফিরে যান শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন এবং নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শিরিন সুলতানা।