ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ করার ঘটনা ঘটেছে। এতে ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার প্রধান গেটের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও টাঙ্গন ব্রিজ সংলগ্ন অপরাজেয় একাত্তর চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে জজকোর্ট চত্বরে দিকে যাওয়ার অভিমুখে পুলিশ বাঁধা দেয়। পুলিশের সেই ব্যারিকেড উপেক্ষা করে শিক্ষার্থীরা এগিয়ে যেতে থাকেন। পরে পুলিশ ঠাকুরগাঁও পৌরসভার মূল গেটের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের পথরোধ করার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
নাজনিন আক্তার নামে এক ছাত্রী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। পুলিশ আমাদের কর্মসূচি ভণ্ডুল করার জন্য অহেতুক লাঠিচার্জ করে। এতে আমাদের ২০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। অনেকের মাথাও ফেটে গেছে। আমাদের সঙ্গে কেন এরকম অন্যায় আচরণ করছে পুলিশ।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ বলেন, ‘শিক্ষার্থীর সড়কের যানচলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এ জন্য তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’