ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
৩১ জুলাই ২০২৪, ১৭:২০
শেয়ার :
ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীরা

পূর্বঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার দুপুরে ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। প্রায় আধা ঘণ্টা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থান করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

দুপুরে শতাধিক শিক্ষার্থী মিছিল সহকারে সুপ্রিম কোর্টের মাজারগেটে উপস্থিত হন। সেখানে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন ছিল। আন্দোলনকারীদের আটকাতে আগে থেকেই ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ। পাশাপাশি বন্ধ করা হয় সুপ্রিম কোর্টের মাজারগেট।

অন্যদিকে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে মাজারগেটের সামনে যান। এরপর গেটের বাইরে শিক্ষার্থীরা ও গেটের ভেতরে আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে আটকের খবর শুনে কয়েকজন আইনজীবী গেটের পাশের ব্যারিকেড টপকিয়ে শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়ান। পরে তারা বেশ কয়েকজন শিক্ষার্থীকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভেতরে নিয়ে আসেন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভেতরে আইনজীবী ও শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। তারা ‘তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরত দে’, ‘ছাত্রদের ওপর গুলি কেন, প্রশাসন জবাব দে’সহ নানা  স্লোগান দেন।

এরপর আইনজীবীদের সঙ্গে শিক্ষার্থীরাও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে চলে আসেন। তারা ‘ উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন। প্রায় আধা ঘণ্টা পর শিক্ষা ভবনের দিকে চলে যান শিক্ষার্থীরা।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। ছবি: ফোকাস বাংলা

মিছিলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী তৈমুর আলম খন্দকার, রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। গতকাল মঙ্গলবার তিনি এক বিবৃতিতে এ ঘোষণা দেন।