হানিয়া হত্যাকাণ্ড, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৪, ১৫:৫৮
শেয়ার :
হানিয়া হত্যাকাণ্ড, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, হানিয়েকে কাপুরোষোচিত হামলার মাধ্যমে হত্যা করায় ইসরায়েলকে পস্তাতে হবে। ইরান অবশ্যই তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাব দেবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।  

আজ বুধবার সকালে ইরানের সংবাদমাধ্যমগুলোর খবরে ইসমাইল হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জানায়, নিয়া যে ভবনটিতে অবস্থান করছিলেন সেখানে হামলার ফলে একজন দেহরক্ষীসহ হানিয়া নিহত হন।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা রাষ্ট্র হানিয়ার হামলার দায়স্বীকার করেনি। তবে গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধসহ দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বৈরি সম্পর্ক থাকার কারণে ধারণা করা হচ্ছে ইসরায়েলই এই হামলায় জড়িত রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরান নিজেদের সার্বভৌমত্বের মর্যাদা রক্ষা করবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও জানিয়েছেন, হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নেওয়া এখন তেহরানের কর্তব্য। ইসরায়েল এখন কড়া শাস্তি পাবে।