তাপসী কেন ক্ষমা চাইবেন না
বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে অনেকেই ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলেন থাকেন। এর কাড়ণ খবু স্পষ্ট। তারা দু’জনেই পাপারাজ্জিদের দেখলেই বিরক্তিকর ভাব প্রকাশ করে থাকেন। এ কারণে প্রায়শই তাকে সমালোচনার মুখে পড়তে হয়।
এবার এই অভিনেত্রী নিজেই জানিয়েছেন কেন পাপারাৎজিদের সঙ্গে তার এমন সম্পর্ক। তার বক্তব্যমতে, ফটোগ্রাফাররা তাদের নিজস্ব সুবিধার জন্য একজন অভিনেত্রীর বক্তব্য ও ভিডিওর অপব্যবহার করে থাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তাপসী পান্নু স্পষ্টত বলেন, ‘পাপারাজ্জিরা খুব ভালো করেই জানে, যখন তারা অভিনেত্রীর খুব কাছে আসে বা তাকে চিৎকার করে বা তার গাড়ি তাড়া করে, তখন কী সমস্যার মধ্যে পড়তে হয়। কোনও কিছুর জন্য ক্ষমা চাইতে চাই না।’
ক্ষুব্ধ এ অভিনেত্রী আরও বলেন, ‘ওরা ছবি তুললেও, আমার কোন লাভ হয় না। আমার চলচ্চিত্রের জন্যও খুব একটা উপকার করেন না তারা। তাই তথাকথিত মিডিয়ার একাংশকে খুশি করার দরকার নেই। আমি তাদের সরাসরি মিডিয়া হাউজও বলি না। কারণ, তারা তাদের উদ্দেশ্যপূর্ণ করছে, যে কেউ তাদের পোর্টালের জন্য নানা ছবি তোলেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট