সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে বাংলা টাইগার্সের জয়
সাকিব আল হাসান ও ডেভিড ভিসের অলরাউন্ড নৈপুণ্যে টরোন্টো ন্যাশনালসের বিপক্ষে ২ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলা টাইগার্স মিসিসাগা। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি আসরে প্রথম ম্যাচ হারের পর টানা দুই ম্যাচ জিতে নিল বাংলা টাইগার্স।
ব্র্যাম্পটনের সিএএ সেন্টারে প্রথমে ব্যাট করা বাংলা টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রানে থামে টরোন্টো।
১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা টরোন্টোর সেরা ব্যাটারকে বিদায় করেন সাকিব আল হাসান। ৫৪ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৭৪ রান করা নিকোলাস কিরটনকে রহমানউল্লাহ গুরবাজের ক্যাচে ফেরান এই স্পিনার। দলটির হয়ে রোমারিও শেফার্ড ১২ বলে ২৪ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
বাংলা টাইগার্সের হয়ে আলী খান ২টি উইকেট পান। এছাড়া ভিসে, শরিফুল ইসলাম, সাকিব ও ইফতিখার ১টি করে উইকেট দখল করেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সের কোনো ব্যাটার ফিফটির দেখা না পেলেও ভালো সংগ্রহ পায় দলটি। শেষদিকে ভিসে ১৭ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন। সাকিব ১৫ বলে ৩টি ছক্কায় ২৪ রান করেন। এছাড়া মোহাম্মদ ওয়াসিম ২৭ ও গুরবাজ ২৪ রান করেন।