অসুস্থ শাহরুখ খান যুক্তরাষ্ট্রে
এই তো কয়েক মাস আগের কথা। আইপিএলের খেলা চলার সময় অতিরিক্ত গরমে শাহরুখের ‘হিটস্ট্রোক’ হয়। অসুস্থতা নিয়েও অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে সপরিবার হাজির হয়েছিলেন বাদশা। এছাড়া সম্প্রতি ফারহা খানের মায়ের দাফনের দিনেও দেখা গিয়েছে বলিউড বাদশাকে।
তবে একটি বিষয় লক্ষণীয় ছিল। তা হলো, দিন হোক বা রাত, প্রতিটি অনুষ্ঠানেই তাকে সানগ্লাস পরে থাকতে দেখা যায়। অবশেষে সবসময় এই সানগ্লাস ব্যবহারের কারণটি জানা গেল। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চোখের সমস্যায় আক্রান্ত অভিনেতা শাহরুখ খান। তাই অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি।
জানা গেছে, কয়েক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন এ অভিনেতা। মুম্বাইয়ে চোখের চিকিৎসা করেও সুরাহা হয়নি। তাই এবার চোখের সঠিক চিকিৎসা করাতে যাচ্ছেন আমেরিকায়।
দীর্ঘ বিরতির পর খুব শিগগিরই আরও একটি অ্যাকশনধর্মী ছবি নিয়ে সোনালি পর্দায় হিরো হিসেবে আসছেন তিনি। ছবির নাম ‘কিং’। ছবিতে এই প্রথম তার সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা। ছবির পরিচালক সুজয় ঘোষ ও প্রযোজনায় আছেন সিদ্ধার্থ আনন্দ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট