ফেসবুক-টিকটক খোলা হবে কি না, জানা যাবে কাল

অনলাইন ডেস্ক
৩০ জুলাই ২০২৪, ২০:৪৮
শেয়ার :
ফেসবুক-টিকটক খোলা হবে কি না, জানা যাবে কাল

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব কবে খুলে দেওয়া হবে, তা আগামীকাল বুধবার জানা যাবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কবে খুলে দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে জুনাইদ আহমেদ বলেন, ‘বুধবার বেলা ১১টার পর জানাতে পারব। টিকটক, ইউটিউব ও ফেসবুকের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে তাদের। এরই মধ্যে টিকটক আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছে যে, তারা উপস্থিত হয়ে মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে চায়।’

এদিকে, আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, সরকার পক্ষ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবকে যে তলব করা হয়েছিল, টিকটক ছাড়া কোনো কোম্পানিই তাতে সাড়া দেয়নি।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আগামীকাল (বুধবার) পর্যন্ত আমরা ফেসবুক, ইউটিউব, টিকটককে একটা টাইম (সময়) দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে তারা লিখিত ব্যাখ্যাটা দেবে, কিন্তু আমরা এখনো তাদের লিখিত বা মৌখিক ব্যাখ্যা পাইনি।’

তিনি বলেন, ‘টিকটক ই-মেইলে একটা রিপ্লাই দিয়েছে যে, তারা এ নিয়ে খুব আন্তরিক। সরকারকে সহযোগিতা করতে চান, তারা ব্যাখ্যাগুলোও দিতে চান। বাকি দুটি অর্থাৎ মেটা ও ইউটিউবের সাড়া পাইনি।’

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘বুধবার সকাল ৯টা, ১০টা ও বেলা ১১টায় আমরা পর্যায়ক্রমে তিনটি মাধ্যমের সঙ্গে বসতে চেয়েছিলাম। ৯টায় টিকটক, ১০টায় ইউটিউব ও ১১টায় ফেসবুক বা মেটা। আজ পর্যন্ত তারা কিছু বলেননি। তবে এখনো সময় আছে। বেঁধে দেওয়া সময় পর্যন্ত দেখি। তারা কী ব্যাখ্যাটা দেন।’