কারফিউ শিথিলের সময় বাড়ল
দেশের চার জেলায় কারফিউ শিথিলের সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতি দিন ১৩ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকবে। এ সময় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ থাকবে না। তবে রাত ৮টা থেকে সকাল ৭ পর্যন্ত কারফিউ চলবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দেশের চলমান বিষয় নিয়ে এর আগে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক করেন সাত মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী চার দিন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় ১৩ ঘণ্টা করে কারফিউ শিথিলের সিদ্ধান্ত কার্যকর হবে। অন্য জেলার কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন।
প্রসঙ্গত, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আজ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা কারফিউ শিথিল ছিল। গত রবিবার ও সোমবারও ১১ ঘণ্টা কারফিউ শিথিল ছিল।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার