কাল থেকে স্বাভাবিক সময়ে চলবে ব্যাংকিং লেনদেন

অনলাইন ডেস্ক
৩০ জুলাই ২০২৪, ১৯:২৪
শেয়ার :
কাল থেকে স্বাভাবিক সময়ে চলবে ব্যাংকিং লেনদেন

কোটা সংস্কার আন্দোলনের ফলে সৃষ্ট সহিংসতার পর কম কর্মঘণ্টায় শুরু হওয়া ব্যাংকিং লেনদেন আগামীকাল বুধবার স্বাভাবিক কর্মসূচিতে চলবে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগ থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

সার্কুলারে জানানো হয়, বুধবার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আর ব্যাংকের লেনদেন চলবে ১০টা থেকে ৪টা পর্যন্ত।

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার মধ্যে গত ১৯ জুলাই (শুক্রবার) রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরের দিন ২০ জুলাইও সাপ্তাহিক বন্ধের দিন (শনিবার) ছিল। পরে ২১ থেকে ২৩ জুলাই (রবিবার, সোমবার ও মঙ্গলবার) পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর গত বুধবার থেকে সীমিত পরিসরে ব্যাংকিং লেনদেন শুরু হয়। ১২ দিন ও ৮ কার্যদিবস পর কাল থেকে স্বাভাবিক ব্যাংকিং চালু হতে যাচ্ছে।