বৃহস্পতিবার থেকে সীমিত আকারে চলবে ট্রেন
কোটা সংস্কার আন্দোলনের ফলে সৃষ্ট সহিংসতায় বন্ধ হওয়ার পর আগামী বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ ছাড়িা পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত যে পথগুলোতে ট্রেন চলবে তা হলো ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-জয়দেবপুর।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
রেলপথ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ইফতেখার আলম রাজন এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিলের সময় স্বল্প দূরত্বে লোকাল, কমিউটার ট্রেনগুলো চলাচল করবে। এখনই আন্তঃনগর ট্রেন চলবে না। কারফিউর কারণে আন্তঃনগর সময়মতো চলাচল করতে পারবে না। তবে পরিস্থিতি ঠিক হলে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এর আগে গত বৃহস্পতিবার থেকেও স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। তবে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে সে সিদ্ধান্ত বাতিল করা হয়।