বিএনপির ডাকা ‘জাতীয় ঐক্য’ নিয়ে জামায়াতের বিবৃতি

অনলাইন ডেস্ক
৩০ জুলাই ২০২৪, ১৭:৪৬
শেয়ার :
বিএনপির ডাকা ‘জাতীয় ঐক্য’ নিয়ে জামায়াতের বিবৃতি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তেজনার মধ্যেই গত শনিবার সরকার পতনের একদফা দাবিতে ‘জাতীয় ঐক্যের’ ডাক দেয় যুগপৎ আন্দোলনের প্রধান শরিক দল বিএনপি। আন্দোলনে সব শরিক দল ও জোট, বাম-ডান সব রাজনৈতিক দল, জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়। ‘জাতীয় ঐক্য’ আহ্বানের দুইদিন পর অবশেষে মুখ খুলল জামায়াত। 

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, ‘বর্তমান আওয়ামী সরকার মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে অবশেষে দেশে গণহত্যা চালিয়েছে। ছাত্রদের বুকে গুলি করে অনেক বাবা এবং মাকে সন্তান হারা করেছে। সরকার নিজেই দেশে নৈরাজ্য সৃষ্টি করে এখন বিরোধী দলের উপর দোষ চাপানোর ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশসহ বিশ্ববাসী জানে যে, সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্যের কারণেই ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনী দেশে গণহত্যা চালিয়েছে। দেশের সর্বস্তরের মানুষ এই গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপির মহাসচিব ‘জাতীয় ঐক্যের’ যে আহ্বান জানিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবং ‘জাতীয় ঐক্যে’ জামায়াতে ইসলামীর যোগদানের বিষয়ে আমরা সম্মতি জ্ঞাপন করছি।’ 

এদিকে এরইমধ্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে সরকার। আগামীকাল বুধবার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার আগে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার রাতে গণভবনে ১৪ দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়। এসময় সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়।