ঘরের ভেতরে পানি ঢুকে ৬ শিশুসহ পরিবারের ১১ জনের মৃত্যু
পাকিস্তানে ভারি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছে একই পরিবারের ১১ জন সদস্য। তাদের মধ্যে ছয়জন শিশুও আছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গতকাল সোমবার পাকিস্তানে প্রচুর বৃষ্টিপাত হয়। রাতে পরিবারের সদস্যরা সেসময় ঘুমাচ্ছিলেন। এমন সময় বেজমেন্টে পানি ঢুকে পড়ে। নিহতদের মধ্যে শিশু ছাড়াও তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছে, সবাই একই পরিবারের।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি মর্মান্তিক প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) একটি বন্যা সতর্কতা জারি করেছে, সতর্ক করেছে যে বর্তমান বর্ষার পরিস্থিতি বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা হতে পারে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস