জামায়াত-শিবির নিষিদ্ধের ঘোষণায় ‘সম্মিলিত সামাজিক আন্দোলনের’ অভিনন্দন
জামায়াতে ইসলামী ও শিবিরকে নিষিদ্ধ করার ঘোষণায় অভিনন্দন জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অভিনন্দন জানান সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ড. সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।
বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত-শিবিরের রাজনীতি আরও আগেই নিষিদ্ধ করার বিষয়ে কথা ওঠে, বিলম্বিত হলেও উদ্যোগটি নেওয়া হয়েছে। আমরা মনে করি, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে এই অপশক্তি ছড়িয়ে রয়েছে। আমরা দেশের সব স্তরের মানুষের কাছে আহ্বান রাখবো কোনও অবস্থায় কেউ যেন, এই অপশক্তির সঙ্গে আঁতাতে লিপ্ত না হয়। সেই বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানাই।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
‘আমরা আশাকরি মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় বৈষম্যহীন, শোষণমুক্ত স্থিতিশীল বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কাজে সংশ্লিষ্ট মহল সচেষ্ট হবেন’, বলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতারা।
এদিকে আজ মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাহী আদেশে আগামীকাল বুধবারের মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শিবিরকে নিষিদ্ধ করা হবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এর আগে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার রাতে গণভবনে ১৪ দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়। এসময় সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়।