এবি পার্টির মঞ্জুকে তুলে নেওয়ার অভিযোগ
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। গতকাল সোমবার দিবাগত রাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে এবি পার্টি।
এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত আজ মঙ্গলবার বলেন, মিরপুরের ডিওএসএইচ এলাকা থেকে গতকাল রাত সাড়ে ১২টার দিকে তাকে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে এক বিবৃতিতে এবি পার্টির নেতারা বলেন, মজিবুর রহমান মঞ্জু কয়েক দিন ধরে অসুস্থ। তিনি পুলিশের গুলিতে আহত ছিলেন। এ অবস্থায় তাকে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন। অবিলম্বে মজিবুর রহমান মঞ্জুর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তারা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?