মুম্বাইগামী ট্রেনের ১৮ বগি লাইনচ্যুত, নিহত ২
ভারতের ঝাড়খণ্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার মুম্বাইগামী এক ট্রেনের ১৮টি বগি লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা হয়। এখন পর্যন্ত অন্তত দুইজন নিহত হওয়ার খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। মুম্বাই থেকে হাওড়া যাচ্ছিএই ট্রেনটি। তার ১৬টি যাত্রীবাহী বগিসহ মোট ১৮টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত দুইজন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্ততপক্ষে ২০ জন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
রেলের কর্তৃপক্ষ একাধিক হেলপলাইন নম্বর চালু করেছে। হাওড়া-সহ ঝাড়খণ্ডের বিভিন্ন স্টেশনের জন্য হেলপলাইন নম্বরও চালু হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী ট্রেনের কাছে একটি মালগাড়িও লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস