সারাদেশে আরও ৪০৩ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
৩০ জুলাই ২০২৪, ১৩:২১
শেয়ার :
সারাদেশে আরও ৪০৩ জন গ্রেপ্তার

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় দেশব্যাপী গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪০৩ জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।

 গত রবিবার দুপুর থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ১৩ দিনে রাজধানীসহ সারাদেশে গ্রেপ্তার হয়েছেন সাড়ে ৯ হাজারেরও বেশি মানুষ।

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটাপ্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ কর্মসূচি শুরু হয় ১ জুলাই। গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর পরদিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় এসব ঘটনায় মামলা হচ্ছে একের পর এক। তার মিলিয়ে বাড়ছে গ্রেপ্তারের সংখ্যাও।