লন্ডনে ছুরি হামলায় ২ শিশু নিহত, আহত ৯
লন্ডনে একটি নাচের ওয়ার্কশপে ছুরি হামলায় ২ শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৯ জন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, হামলায় দুজন প্রাপ্তবয়স্কও আহত হয়েছেন। লন্ডনের সাউথপোর্টের হার্ট স্ট্রিটের একটি ইভেন্টে এই হামলার ঘটনা ঘটে। শিশুদের বাঁচাতে গিয়ে ওই দুইজন আহত হয়েছেন।
এই ঘটনায় সন্দেহভাজন এক কিশোরকে আটক করেছে পুলিশ। ল্যাঙ্কাশায়ারের ওই কিশোরের বয়স ১৭ বছর। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে পুলিশ এখনো একে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যা দেয়নি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
হামলার পর ঘটনাস্থলে পৌঁছায় ১৩টি অ্যাম্বুলেন্স। আক্রান্ত শিশুদের বয়স ছয় থেকে দশ বছরের মধ্যে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রিটিশ রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস