বিহারে এখনই বাড়ছে না কোটা
ভারতের বিহারে শিক্ষা ও চাকরিক্ষেত্রে ৬৫ শতাংশ কোটার প্রস্তাব বাতিলই থাকছে। কোটা বাতিল সংক্রান্ত পাটনা হাইকোর্টের রায় বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত মাসে বিহারে সরকারি চাকরি এবং শিক্ষাক্ষেত্রে জাতভিত্তিক কোটা বৃদ্ধির উদ্যোগ খারিজ করে দিয়েছিলেন পাটনা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় সরকার পক্ষ। তবে হাইকোর্টের সেই সিদ্ধান্তের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। ফলে বিহারের সংরক্ষণ আইন বাতিলের সিদ্ধান্তই বহাল থাকছে।
জুনে রায় দেওয়ার সময় পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি বিনোদ চন্দ্রনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানায়, বিহারে জাতভিত্তিক কোটা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করা যাবে না।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এর আগে গত বছরের নভেম্বরে বিধানসভায় বিল পেশ করে সরকারি শিক্ষাক্ষেত্র ও চাকরিতে কোটা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়। ওই বিল পাস করানোর সময় নীতিশ কুমার ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অধিকার দিতে তার সরকার বদ্ধপরিকর।
তবে গত জুনে পাটনা হাইকোর্টের তরফে জনস্বার্থ মামলায় বিহার সরকারের এই সংরক্ষণের নিয়ম খারিজ করে বলা হয়, ‘সংরক্ষণের জন্য মেধাকে সম্পূর্ণভাবে বিসর্জন দেওয়া যায় না। রাজ্যে সরকারি কর্মক্ষেত্রে পিছিয়ে পড়া শ্রেণির প্রতিনিধিত্ব যথেষ্ট রয়েছে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস