নাটোরে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির অভিযোগ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
২৯ জুলাই ২০২৪, ১৬:৪৮
শেয়ার :
নাটোরে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির অভিযোগ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় রাতের আঁধারে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। তবে তা বন্ধে জোরাল কোনো ভূমিকা রাখছে না উপজেলা প্রশাসন। বিভিন্ন সময় প্রশাসন থেকে অভিযান পরিচালনা করা হলে পুকুর খনন সাময়িক বন্ধ রাখা হলেও, কিছুদিন পর আবার চালু হচ্ছে পুকুর খনন ও মাটি বিক্রির বাণিজ্য। 

উপজেলার সদর ইউনিয়নের কোয়ালীপাড়া, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের নামোহাটদৌল, মাধববাড়িয়া,স্বরুপপুর, পাকা ইউনিয়নের চিথলিয়া, জামনগর ইউনিয়নের বজ্রাপুরসহ বিভিন্ন এলাকায় পুরাতন পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির অভিযোগ ওঠেছে।

এলাকাবাসীরা জানান, রাতের আধারে সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে পুকুর খননের কাজ চলছে। আর এই পুকুর খননের মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাক্টর ও ভেকুর শব্দে রাতে ঘুমাতে পারছেন না স্থানীয়রা। এ ছাড়া শুকনো মাটির ধুলাই নষ্ট হচ্ছে পরিবেশ ও মাটি পরিবহনের কারণ এলাকার রাস্তাগুলো নষ্ট হয়েছে। 

এলাকাবাসীরা অভিযোগ জানান, প্রশাসনকে ম্যানেজ করে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় সিরাজ, সলেমান, হাফিজুর, মামুনসহ কয়েকজন অসাধু মাটি ব্যবসায়ী এ কাজের সঙ্গে জড়িত রয়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক মাটি ব্যবসায়ী জানান, মাটি কাটার অনুমতি কারও নেই। তবে প্রশাসনকে ম্যানেজ করে মাটি কাটার কাজ করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ বলেন, ‘প্রশাসনকে ম্যানেজ করার সুযোগ নেই। এ ধরনের অভিযোগের বিষয়ে অভিযান চলছে এবং অভিযান চলবে।’ 

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল জানান, এ বিষয়ে অভিযান পরিচালনা করা হবে।