ব্যাংককে খুন হংকংয়ের জনপ্রিয় মডেল
থাইল্যান্ডের রাজধানী নিজ বাসায় খুন হয়েছেন হংকংয়ের জনপ্রিয় মডেল গোয়েন্দলিন ক্রেটন। ২৪ বছর বয়সী এই ফ্যাশন মডেল সুইজারল্যান্ডেরও নাগরিক।
থাইল্যান্ডের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়, এই হত্যাকাণ্ডে ক্রেটনের স্বামীকে সন্দহ করা হচ্ছে। এ ছাড়া গেইলি লোক ও ড্যানিয়েল গ্রাহাম নামে দুই এজেন্টও পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
পুলিশ জানিয়েছে, তাকে অন্তত ৯ বার ছুরিকাঘাত করা হয়। ক্রেটনের স্বামীর চিৎকারে দুই প্রতিবেশী ছুটে যান। তিনজন মিলে ক্রিটনকে একটি গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
হাসপাতালে সন্দেহজনক আচরণ করেছেন ক্রেটনের স্বামী। পুলিশকে তিনি বলেছেন, ক্রেটন মানসিক অবসাদে ভুগছিলেন, তাই আত্মহত্যা করেছেন। তবে চিকিৎসকরা বলছেন, আত্মহত্যা নয় খুন হয়েছেন ক্রেটন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস