প্যারিসে পুল কাঁপালেন অস্ট্রেলিয়ান সুন্দরী
প্রথম নারী হিসেবে প্রায় ১০০ বছরের মধ্যে ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে টানা দুই অলিম্পিকে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার নারী সাঁতারু আরিয়ানা টিটমাস। আর ডন ফ্রেজারের পর প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে সাঁতারের যেকোনো ইভেন্টে টানা দুবার অলিম্পিক সোনা জয়ের কীর্তিও গড়েছেন তিনি। ফ্রেজার ১৯৫৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত টানা তিন অলিম্পিকে জিতেছিলেন ১০০ মিটার ফ্রিস্টাইলের সোনা। টিটমাসের এমন কীর্তি গড়ার রাতে একদমই মøান ছিলেন যুক্তরাষ্ট্রের কেটি লেডিকি। কানাডার ১৭ বছর বয়সী সাঁতারু সামার ম্যাকিন্টোসেরও পেছনে থেকে ব্রোঞ্জ জিতেছেন পুলে আধিপত্য ধরে রাখার যুক্তরাষ্ট্রের মিশনের অন্যতম এই ভরসা। টিটমাস সোনার পদক জিততে সময় নিয়েছেন ৩ মিনিট ৫৭.৪৯ সেকেন্ড। ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন ম্যাকিন্টোস। লেডিকি ব্রোঞ্জ জিতেছেন ৪ মিনিট ০.৮৬ সেকেন্ডে সাঁতার শেষ করে। অলিম্পিকে এটি ছিল তার ১১ নম্বর পদক। শুধু টিটমাসের কাছে লেডিকির হারই নয়, প্যারিসে সাঁতারের প্রথম দিনটিই ছিল আসলে অস্ট্রেলিয়ার। মেয়েদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও সোনা জিতেছে তারা। সেটাও আবার নতুন অলিম্পিক রেকর্ড গড়ে। রিলেতে সোনা জিততে অস্ট্রেলিয়ার মেয়েরা সময় নিয়েছে ৩ মিনিট ২৮.৯২ সেকেন্ড। ৩ মিনিট ৩০.২০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে চীন।
ছেলেদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে অবশ্য ৩ মিনিট ০৯.২৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। ৩ মিনিট ১০.৩৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছে অস্ট্রেলিয়া। ব্রোঞ্জ জিততে ইতালির সাঁতারুরা সময় নিয়েছেন ৩ মিনিট ১০.৭০ সেকেন্ড।
সাঁতারের আরেকটি যে ইভেন্ট হয়েছে, ছেলেদের সেই ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিততে পারেনি যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার কেউ। এই ইভেন্টে ৩ মিনিট ৪১.৭৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন জার্মানির লুকাস মার্টেনস। ৩৬ বছরের মধ্যে সাঁতারে এটি জার্মানির প্রথম সোনা জয়। মার্টেনসের চেয়ে ০.৪৩ সেকেন্ড পিছিয়ে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার এলিজা উইনিংটন। ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম উ-মিন।
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
স্বর্ণ জয়ের পর টিটমাস বলেছেন, ‘আমি আশা করছি, কেউ আমাকে ভিন্নভাবে দেখবেন না। আমি সেই বোকাসোকা তাসি (তাসমানিয়ান) মেয়েটিই আছি, যে কিনা এখানে তার স্বপ্ন পূরণ করতে এসেছে।’
২০১৮ সালের কমনওয়েলথ গেমসে তিনটি সোনা জেতা টিটমাস তার স্বপ্নের কথা জানাতে গিয়ে প্যারিস অলিম্পিক শুরুর আগেই বলেছিলেন, ‘সত্যিকার অর্থেই আমি বিশ্বাস করি যে, এবারের গেমসটি আমার হতে পারে।’ প্যারিসে সাঁতারের শুরুর দিনটাও তাই বলছে। এবারের অলিম্পিক হতে পারে টিটমাসের। ৪০০ মিটার ফ্রিস্টাইলের রেকর্ডের মালিক প্রথম ল্যাপেই বাকিদের চেয়ে তিনি এতটা এগিয়ে গিয়েছিলেন যে, ধারাভাষ্যকারেরা যেন তখনই সোনার পদক তার গলায় দেখতে পাচ্ছিলেন! অথচ এই প্রতিভাবানের ক্যারিয়ারে যতিচিহ্ন বসে যেতে নিচ্ছিল গত বছর সেপ্টেম্বরের দিকে। শুধু সাঁতার বা অলিম্পিকই নয়, মরতে বসেছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটিও। নিতম্বের চোটের চিকিৎসা চলছিল তখন টিটমাসের। তার মধ্যেই একদিন বড় এক দুঃসংবাদ পেলেন তার ডান পাশের ডিম্বাশয়ে ধরা পড়েছে অনাকাক্সিক্ষত এক সমস্যা।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র