আদালতে আসেননি মতিউরের স্ত্রী লাকী
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী আদালতে উপস্থিত আসেননি। এ কারণে বিদেশ যেতে তার নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহারের আবেদন খারিজ করেছেন আদালত।
আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুস সালাম হিমেল বলেন, আজ শুনানির ধার্য দিনে আবেদনকারী লাকী আদালতে উপস্থিত হননি। এ জন্য আদালত শুনানি ছাড়াই আবেদন খারিজ করেছেন। পরবর্তীতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কোনো সুযোগ নেই।
গত ২৪ জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মতিউর রহমান, স্ত্রী লায়লা কানিজ লাকী ও পুত্র আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশে গমনে নিষেধাজ্ঞা দেন আদালত। ওই আদেশের পর গত ৩০ জুন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেন লাকী। আবেদনে তিনি বলেন, তিনি সিঙ্গাপুর, দুবাই চিকিৎসা করিয়ে থাকেন। বর্তমানে তিনি অসুস্থ হওয়ায় চিকিৎসা করাতে বিদেশ যেতে চান। আদালতের নিষেধাজ্ঞা থাকায় যেতে পারছেন না। তাই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা প্রয়োজন।
এর আগে গত ২৩ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে তিন সদস্যের একটি টিম গঠন করে। একই দিনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। হারিয়েছেন তিনি সোনালী ব্যাংকের পরিচালক পদও।
এসব কিছুর পেছনে রয়েছে ‘ছাগলকাণ্ড’। ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকার ‘ছাগল কেনা’ ইস্যুতে তোপের মুখে পড়েন মতিউর। ইফাতের ছাগল কেনার বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এরপরই তা ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়। এরপর মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একের পর এক সম্পদের তথ্য বেরিয়ে আসছে। এখন পর্যন্ত তার দুই স্ত্রী, সন্তান, ভাই-বোনসহ নিকটজনদের নামে ছয় জেলায় জমি, ফ্ল্যাট, শিল্পপ্রতিষ্ঠান, রিসোর্টসহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাইরে পুঁজিবাজারেও তার বিনিয়োগ রয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার