বিষপানে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

উল্লাপাড়া প্রতিনিধি
২৮ জুলাই ২০২৪, ১৯:৫৮
শেয়ার :
বিষপানে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইসরাফিল হোসেন রবিন (২৩) বিষপানে আত্মহত্যা করেছেন। আজ রবিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিন উল্লাপাড়া পৌরসভার কাওয়াক গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

গত শুক্রবার রবিন বিষপানে গুরতর অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে উল্লাপাড়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই ঢামেক হাসপাতালে এনে ভর্তি করা হয়।

উল্লাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম আজিজুল ইসলাম শাহ আলম বলেন, পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ইসরাফিল হোসেন রবিন বিষপানে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে, কেন তিনি আত্মহত্যা করেছেন, এ বিষয়ে কিছু জানতে পারিনি।