বনবিভাগ কর্মীদের হামলায় আহত ২০ ভূমিহীন কৃষক
ভোলার চরফ্যাশনের ঢালচরে বনবিভাগের কর্মীদের হামলায় অন্তত ২০ ভূমিহীন কৃষক আহত হয়েছেন। বন্দোবস্ত নেওয়া জমিতে চাষাবাদ করতে গেলে কৃষকদের ওপর বনবিভাগ কর্মীরা হামলা চালায়। আহতদের ৯ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ১১ কৃষক প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
গতকাল শনিবার দুপুরে দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের পূর্ব ঢালচর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ সময় জাকির মুনসী ও রুবেল নামের দুই কৃষককে আটক করে প্রাথমিক চিকিৎসা শেষে চরফ্যাশন থানায় সোপর্দ করা হয়।
বনবিভাগ কর্মীদের দাবি, কৃষকরা বনবিভাগের জমি দখল করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাদের তিন কর্মী আহত হয়েছেন।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন- মো. কাদের (৩৫), জাকির মুনসী (৫৩), মো. রুবেল (৪০), মো. মিন্টু পন্ডিত (৬৫), মো. জাকির মাঝি (৪০), মো. সাত্তার খা ( ৬৫), শফি আলম পাটোয়ারী (৬৫), আবদুর রব (৫০)।
স্থানীয় কৃষকরা জানান, ঢালচর ইউনিয়নের চর আশ্রাব ও চর আলম মৌজায় প্রায় ২ হাজার ৬০০ কৃষককে ৪ হাজার ৮০০ একর খাস জমি ২০০৪-২০০৫ সনে বন্দোবস্ত দেন সরকার। ভূমিহীন কৃষকরা তাদের ভোগদখলীয় জমি চাষাবাদ করে আসছেন। শনিবার চলতি আমন মৌসুমে বন্দোবস্ত নেওয়া কৃষকরা তাদের ভোগদখলীয় জমিতে চাষাবাদ করতে গেলে বনবিভাগ কর্মীরা স্থানীয় কিছু ভূমিদস্যুদের সঙ্গে আতাঁত করে ভূমিহীন কৃষকদের ওপর হামলা চালান। এতে প্রায় ২০ জন কৃষক আহত হন।
কৃষক আবদুল মালেক জানান, ঢালচর ইউনিয়নের নদী ভাঙনে গৃহহীন-ভূমিহীন কৃষকদের সরকার জমি বন্দোবস্ত দেন। ২০০৫ সাল থেকে ওই জমি কৃষকরা ভোগদখলে থেকে চাষাবাদ করে আসছেন। শনিবার দুপুরে কৃষকরা তাদের ভোগদখলীয় জমিতে চাষ দেওয়া শুরু করলে বনবিভাগ কর্মীরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালিয়ে সাধারণ কৃষকদের প্রায় ২০ জনকে মারধর করে গুরুতর জখম করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঢালচর রেঞ্জের বিট কর্মকর্তা নাসিম আল খুশবু জানান, স্থানীয় কৃষকরা বনবিভাগের জমিতে জবর দখল করে আমন ধান রোপন করতে গেলে তারা বাধা দেন। এ সময় সংঘবদ্ধ কৃষকরা তাদের ওপর হামলা করে তাদের তিন কর্মীকে আহত করেন। খবর পেয়ে কর্মকর্তারা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
চরফ্যাশন উপজেলা রেঞ্জ কর্মকর্তা আবদুস সালাম জানান, ভূমিহীনদের নামে বন্দোবস্ত নেওয়া ওই জমি ২০১৫ সালে বনবিভাগের নামে গ্যাজেট হয়। বনবিভাগের নামে গ্যাজেট হওয়া জমিতে কৃষকরা জোর করে আবাদ শুরু করলে তাদের ঢালচর বিটের কর্মীরা বাধা দেন। এ সময় কৃষকরা বনবিভাগ কর্মীদের ওপর হামলা চালান।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহম্মেদ জানান, দুই পক্ষের সংর্ঘষের কথা শুনেছি। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।