আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৪, ১৬:১৬
শেয়ার :
আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন পেজেশকিয়ান

ইরানে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। আজ রবিবার তাকে দায়িত্বে নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

চলতি মাসের শুরুর দিকে নির্বাচনে ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হন মাসুদ পেজেশকিয়ান। সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী হৃদ্‌রোগবিষয়ক শল্যবিদ। ইরানের সংস্কারবাদী আইনপ্রণেতাদের একজন এই মধ্যপন্থী রাজনীতিবিদ।

আজ সকালে ড. মাসুদ পেজেশকিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। ইরানের সংবিধান অনুযায়ী ভোটে নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে সর্বোচ্চ নেতার অনুমোদন পেতে হয়।

হিসেবে অনুমোদনের ডিক্রি জারির অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যাায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ইরানের সর্বোচ্চ নেতা তার ডিক্রিতে বলেছেন, ‘সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি আবারও ইসলামী ইরানের জন্য সম্মান এনে দিয়েছেন। জনগণ ও কর্মকর্তাদের প্রচেষ্টায় প্রেসিডেন্ট নির্বাচনের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং জাতির নির্বাচিত ব্যক্তি এখন মহান দায়িত্ব নিতে প্রস্তুত।’

ইরানের সর্বোচ্চ নেতা নতুন প্রেসিডেন্টের সাফল্য কামনা করে বলেন, ‘ড. পেজেশকিয়ানের সাফল্যের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা করে আমি এটা স্মরণ করিয়ে দিতে চাই যে, তিনি যতদিন ইসলাম ও বিপ্লবের সরল পথ অনুসরণের অবিচল নীতিতে অটল থাকবেন ততদিন জাতির রায় এবং আমার অনুমোদন অব্যাহত থাকবে।‘

আগামী মঙ্গলবার ইরানের পার্লামেন্ট মজলিসে শুরায়ে ইসলামিতে শপথ গ্রহণ করবেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।